সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

রায়পুরে বাকপ্রতিবন্ধি কিশোরী ধর্ষণের ঘটনায় একজন গ্রেপ্তার 

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

রায়পুরে বাকপ্রতিবন্ধি কিশোরী ধর্ষণের ঘটনায় একজন গ্রেপ্তার 

লক্ষ্মীপুরের রায়পুরে বাকপ্রতিবন্ধি কিশোরী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মনির আহম্মদ ভূঁইয়াকে (৫৫) গ্রেপ্তার করে র্যাব-১১। গত সোমবার তথ্য প্রযুক্তির সহায়তায় নোয়াখালী জেলার বেগমগঞ্জ চৌরাস্তা বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

জানা যায়, অভিযুক্ত মনির লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার বামনী ইউপির বামনী গ্রামের মৃত কালু ভূঁইয়ার ছেলে। মামলার বাদী কিশোরীর বাবা মো. আবুল কাশেম (৪১) ও গ্রেপ্তার আসামি একই এলাকার পাশাপাশি বাড়ির বাসিন্দা। 

র্যাব সূত্রে জানায়, গত ৩ এপ্রিল ভিকটিম বসতঘরে একা থাকার সুযোগে মনির সকলের অগোচরে  বসত ঘরে প্রবেশ করে বাক প্রতিবন্ধি কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান বলেন, রায়পুর থানার মামলা নং- ০২ মামলার আসামি অভিযুক্ত মনিরকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে। 

টিএইচ